কাব্য সৌরভ, মহেশখালী-
অতিবৃষ্টির ফলে মহেশখালীতে পাহাড় ধসে রবিউল হাসান (৬) নামের এক শিশু নিহতের ঘটনা ঘটছে।
রবিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টাঃ সময় মহেশখালীর কালারমার ছড়ার অফিস পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রবিউল হাসান একই এলাকার নবী হোসেনের পুত্র। পাহাড়ি ঢালুতে খেলার মাঠে ফেলা আসা লুঙ্গি আনতে গিয়ে আর ফিরে না আসলে তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে ওই ঢালুতে পাহাড় ধ্বসে মাটিচাপা অবস্থায় তার শরীরের পোশাকের অংশ দেখা গেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার করে। উদ্ধার পরবর্তী স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। শিশু রবিউলের মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।