নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’পক্ষের গুলাগুলিতে ১ ব্যাক্তি নিহত হয়েছে। এতে আরো ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও ২ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
নিহত আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকন এর সমর্থক বলে জানা গেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নে সকালে নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ পর সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলা সাড়ে ১১ টা পর্যন্ত অন্য কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।