মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর কালারমারছড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২২ এপ্রিল) ভোর সকালে মহেশখালীর কালারমারছড়ার ফকিরজুম পাড়া নামক এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
এসময় দেশীয় অস্ত্রসহ কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস (৪০) ও তার ভাই রশিদ মিয়া (৩৪) এবং কলিম উল্লাহ (২৫) কে আটক করে র্যাব।
এসময় আটককৃতদের হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ৫ টি দা, ১ টি ছোরা, বিশেষভাবে তৈরি ২ টি কুঁড়াল ও ১ টি গুলি রাখার পোঁচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলো বলে আটক সন্ত্রাসীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে জানায় র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।