নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ সমুদ্র সৈকতে মহিষের লড়াই দেখতে গিয়ে খোদ মহিষের শিংয়ের গুঁতোয় আহত হলেন টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একটি ছবি ভাইরায় হলে লোকেমুখে হাস্যরসের সৃষ্টি হলেও অনকেই সমবেদনা জানাতে ভুল্লেন না বদির প্রতি। এ ঘটনায় বড় ধরনের দূর্ঘটনা না ঘটলেও সামান্য আহত হন তিনি।
রোববার বিকেলে টেকনাফ সমুদ্র সৈকত এলাকা এ ঘটনা ঘটে।টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু সৈয়দ নিয়মিত মহিশের লড়ায়ের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় দুইটি মহিষের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হয়।
সেখানে অন্যান্য দর্শককের ন্যায় খেলা দেখছিলেন বদি। হঠাৎ বদি দুই মহিষের খুব কাছাকাছি চলে গেলেই ঘটে বিপত্তি। পরপর দুই মহিষ গুঁতো দিয়ে ফেলে দেয় বদিকে। এসময় বদি গড়াগড়ি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় দর্শকরা বদিকে উদ্ধার করে নিরপদ জায়গা নিয়ে যায়। খোজ নিয়ে জানা গেছে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন ভালোই আছেন বদি। আব্দু রহমান বদি উখিয়া টেকনাফ আসন থেকে দুই দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমান তাঁর স্ত্রী শাহিন আকতার উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্যা। বদি দেশের বেশ কয়েকজন জনপ্রতিনিধিদের মধ্যে বেশ আলোচিত এবং সমালোচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক চোরাচালান ও দূণীতি মামলার অভিযোগ ছিল।
বর্তমানে বদি টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি হিসেবে আওয়ামীলীগের সক্রিয় রাজনীতি করছেন।