কাব্য সৌরভ:
মহেশখালীতে ১২’শ মেগাওয়াট আলট্রসুপার ক্রিটিকাল কোল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কালারমারছড়ার ঝাপুয়ায় অনুষ্ঠিত গণশুনানি ও মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জন্য জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা…
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কোনো মধ্যস্ততাভোগীর দারস্থ না হয়ে সরাসরি জেলা প্রশাসকোর কার্যালয়ে যোগাযোগ করে সপবা নেয়ার আহবান জানান।
এসময় কালারমারছড়ার ঝাপুয়া মৌজা ও কালীগঞ্জ মৌজার জমি মালিকরা তাদের বিভিন্ন দাবী তোলে ধরেন।
অনুষ্ঠানে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক তারেক বিন ওসমান শরীফ অধিগ্রহণকৃত জমির নির্ধারিত মূল্য বৃদ্ধি, ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনসহ বিভিন্ন দাবী তোলে ধরেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিনের সভাপতিত্বে আয়োজিত গণশুনানি ও মতবিনিময় সভায় কক্সবাজার জেলা অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও মহেশখালীর কালারমারছড়ার ঝাপুয়া কালীগঞ্জ মৌজার জমি মালিকরা উপস্থিত ছিলেন।