কাব্য সৌরভ, মহেশখালী:
বড় মহেশখালী ইউপি নির্বাচনে ৮৪৭৪ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন এনায়েত উল্লাহ বাবুল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে চশমা প্রতীক নিয়ে ইউনিয়নটিতে পূনরায় নির্বাচিত হয়েছেন।
১৫ জুন (বুধবার) মহেশখালী উপজেলা দুই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে এবারই ইভিএম প্রথম ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৮ টাঃ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যা চলে বিকাল ৪ টাঃ পর্যন্ত। এতে বড় মহেশখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল ৮৪৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল নিশান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭০৮২ ভোট।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত মোস্তফা আনোয়ার চৌধুরী নৌকা প্রতীক নিয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। তিনি পেয়েছেন ৬৯১৬ ভোট।