মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

ব্রাজিলিয়ান জ্যোতিষীর মতে, ফাইনাল খেলবে আর্জেন্টিনা

টিটিএন ডেস্ক:
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কিংবা কোভিড-১৯ সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এ দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করার পরপরই আলোচনায় উঠে আসে জ্যোতিষী অ্যাথোস সালোমির নাম। এবার বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়ে দিলেন, কারা খেলবে ফাইনাল এবং কারা হবে চ্যাম্পিয়ন।

অ্যাথোস সালোমি একজন ব্রাজিলিয়ান। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাতার বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এ কারণে তার কথা অনেকেই বিশ্বাস করেন।

অ্যাথোস বলেছেন, ‘এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না।’ তবে এর আগে ২০১১ সালে তিনি একবার বলেছিলেন ২০২২ সালে ষড়ভূজের মধ্যে সেরা হবে ব্রাজিল। তার এই ষড়ভূজকে ছয় মহাদেশ হিসেবে ব্যাখ্যা করেন অনেকে। সে প্রসঙ্গে অ্যাথোস বলেন, ‘আমি কখনও কাতারের কথা বলিনি।’

ব্রাজিলের এই ভবিষ্যদ্বক্তার কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। দলগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তার নিজের দেশের নেই বলে জানিয়েছেন অ্যাথোস।

তাহলে কারা খেলবে ফাইনাল? ব্রাজিলের জনপ্রিয় এই জ্যোতিষী বলেন, ‘ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে।’

তারা কারা? অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দু’দল হলো আর্জেন্টিনা এবং ফ্রান্স। কাতার বিশ্বকাপ শুরুর আগের দিন অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।

অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’ বলে। গত কয়েক বছরে তার কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ ধরে নিয়েছে এবার বিশ্বকাপ উঠবে লিওনেল মেসির হাতেই। অ্যাথোস মানুষের কৌতূহল বাড়িয়ে বলেছেন, ‘আশা এবং প্রার্থনা করুন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আকাশ থেকে যেন বিমান ভেঙে না পড়ে।’

সূত্র: জাগোনিউজ২৪.কম

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...