আয়াছুল আলম সিফাত:
ব্যাগ ভর্তি করে ২৩ লাখ টাকা নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় গিয়ে আটক হলেন কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। শক্রবার সকালে উড়োজাহাজে করে কক্সবাজার থেকে ঢাকা আসেন তিনি। পওে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে এতো টাকা বহনের বৈধ কোন জবাব দিতে না পারায় বিকেলে ফিরতি উড়োজাহাজে কওে তাকে আবার তাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানান, সার্ভেয়ার আতিকুর রহমানকে কক্সবাজার বিমান বন্দওে থেকে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আতিক এতো টাকা নিয়ে ঢাকায় কার কাছে যাচ্ছিলেন, এত টাকা তিনি কোথায় পেলেন এর কোন জবাব দিতে পারেন নি বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক ।
তিনি বলেন, সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে শুক্রবার রাত ১১ টায় আতিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন জানান, সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে তুলা হবে বলে জানান তিনি।
এর আগে ২০২০ সালে ফেব্রুয়ারী মাসে কক্সবাজার জেলা প্রশাসনের সার্ভেয়ার ফরিদ উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে সার্ভেয়ার ওয়াসিম খানকে আটক করা হয়। তার দেয়া তথ্যে তারই ব্যাগ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা, ফরিদ উদ্দিনের শয়ন কক্ষ থেকে ৬১ লাখ ২০ হাজার ৫৫০ টাকা, আরেক সার্ভেয়ার মো. ফেরদৌস খানের তারাবনিয়ারছরার বাসা থেকে ২৬ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
কক্সবাজারে সরকারের ৩ লাখ কোটি টাকার ৭২টি মেগা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিকদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে সার্ভেয়ারের বিরুদ্ধে।