টিটিএন ডেস্ক:
ব্যাংকে টাকা নেই বলে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভ্রান্ত না হয়ে ব্যাংকে গিয়ে সবাইকে যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ব্যাংকে টাকা নেই বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। ব্যাংক থেকে গ্রাহককে টাকা তুলতে উৎসাহিত করে চোরকে চুরি করার সুযোগ তৈরি করে দিচ্ছে তারা।
২০০৮ থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এবার ডিজিটাল থেকে ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দিয়ে সেনা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনে ফলে এখন সন্ত্রাস-জঙ্গিবাদসহ দেশের প্রতি হুমকির ধরনও পাল্টে গেছে। যা প্রতিহত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ ।
শেখ হাসিনা আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য নানামুখী ঝুঁকি মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।
এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।