টিটিএন ডেস্ক:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল শেষে পথসভা করার সময় বক্তব্য দেন তিনি।
ভাইরাল হওয়া ওই বক্তব্যে শোনা যায়, এক পথসভায় সাগর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতার একটি লাইন বলতে গিয়ে মনে করতে পারছিলেন না। এসময় তিনি বলেন, ‘বক্তব্যডা ভুইল্লা গেছি। মনে করতেছি……।’ তখন পাশ থেকে কেউ একজন উপস্থিত কাউকে হাসতে নিষেধ করেন।