নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদরের ঝিলংজায় ভবন মালিকের অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুর নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ জানারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ নুর পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনা এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও মালিকপক্ষের নিয়োজিত ঠিকাদার জানান,নতুন ভবন নির্মাণ কাজের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক মেশিনের তার গুলো ছিড়া ছিলো বলে মেশিনটিতে দূর্ঘটনা ঝুঁকি ছিলো। এই ঝুঁকির কথা ভবনের মালিককে কয়েকবার বলা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে নিহতের বড়ভাই জানান,এই ইলেকট্রনিক মেশিনের ঝুঁকির কথা যতবার বলতে গেছে ততবারই-সমাধানের বিপরীতে তার ছোট ভাইকে অকথ্যভাষায় গালিগালাজ করছে এই ভবনের মালিক মোঃ সোলাইমান।
এই বিষয়ে ভবনের মালিক মোঃ সোলাইমানের সাথে মঠোফোনে যোগাযোগ করা হলে এই অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। এবং সকল ইলেকট্রনিক মেশিন তার ভবন নির্মাণ কাজের দ্বায়িত্বে থাকা ঠিকাদারের বলে দাবী করেন তিনি।
এই বিষয়ে সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং এই অভিযোগের সত্যতা নিশ্চিত হলে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে তদন্তপূর্বক দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।