মহেশখালী প্রতিনিধি :
মহেশখালীতে বেপরোয়া ভাবে সক্রিয় হয়েছে বালিখেকোরা। শাপলাপুরের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে এই বালিখেকো চক্রটি।
জানা যায়, মাতারবাড়ির বিতর্কিত বিট কর্মকর্তা নুরে আলম নাহিদ শাপলাপুর বিটের দায়িত্ব নেয়ার পর থেকে এই বালিখেকো চক্র বেপরোয়া হয়ে উঠেছে।
শনিবার (১৯ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় চালিয়াতলী, ষাইটমারা, জেএমঘাটের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে দিনে দুপুরে। ষাইটমারায় বালি উত্তোলন করা ডাম্পার চালক জানান, বিট অফিসাকে জানিয়ে তারা এই বালি উত্তোলন করছেন। পরে দেখা মিলে শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম নাহিদের। তার উপস্থিতিতে দেদারসে বালি উত্তোলন করছে বালিখেকোরা। এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে নার্সারিতে যাওয়ার কথা বলে দ্রুত ওই স্থান থেকে সটকে পড়েন।
শাপলাপুর বিটের অধীনে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আটক গাড়ি, চালক এবং বালি খেকোদের বিরুদ্ধে বন বিভাগ কোনো কঠোর ব্যবস্থা না নেয়ার কারণে বালি খেকোরা বেপরোয়া বলে ধারণা করছেন সচেতনমহল।
মহেশখালীতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, কিছু অসাধু অফিসারের যোগসাজশে মহেশখালীর পরিবেশ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। মহেশখালীর পরিবেশ ধ্বংসের জন্য রক্ষক-ই মূল ভক্ষক।