রাহুল মহাজন:
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার রাত ১২ টা ০১ মিনিটে প্রধান সড়কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় খেলাঘর কক্সবাজার জেলা শাখা।জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিনের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এরপর যুব ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির উদ্দিনের নেতৃত্বে দলের নেতারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
সবশেষ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তনয় দাশ সবুজের নেতৃত্বে বিজয় দিবসের শ্রদ্ধা জানানো হয়। এতে শহর ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশে মৌলবাদসহ সব অপশক্তি রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ ।আর বৈষম্য ও শোষনহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে শপথ অনুষ্ঠিত হয় ।
শপথ বাক্য পাঠ করান কমরেড কলিম উল্লাহ। পরে সকল সংগঠনের যৌথ আয়োজনে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রিপোটার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ছোটন দাশ,এডভোকেট রিদুয়ান আলী, সুবিমল পাল পান্না সহ অনেকেই।