নিজস্ব প্রতিবেদকঃ
জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার সন্ধ্যায় সাগর তীরের অভিজাত হোটেল জলতরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ এর রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলো বায়তুশ জব্বারিয়া একাডেমির শিক্ষক গিয়াসউদ্দিন, আব্দুল খালেক, মৌলানা ফারহান উল্লাহ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন।
পরে শিক্ষার্থী ও দেশ ও দশের মঙ্গল ও সর্বাঙ্গীণ সফলতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
এসএসসি-২০১৭ সালের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার আয়োজনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।