সাইফুল ইসলাম সাইফ:
পরিবেশ আন্দোলন বাপা’র চকরিয়া শাখার উদ্যােগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চকরিয়া রেড চিলি কনভেনশন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেন, পাহাড় বন রক্ষায় নিজেদের আগে সচেতন হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক সদস্য শারমিন মুরশিদ বলেন, পরিবেশের আন্দোলন চলমান আন্দোলন। যেখানেই প্রকৃতি ধ্বংস, সেখানেই এই আন্দোলন জোরদার করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বাপা কক্সবাজার জেলা সভাপতি ফজলুর কাদের চৌধুরী,সাধারণ সম্পাদক,কলিম উল্লাহ,চকরিয়া উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, চকরিয়া সুজনের সভাপতি এডভোকেট লুৎফর কবির বক্তব্য রাখেন।
বাপা চকরিয়া উপজেলার নবনির্বাচিত সভাপতি মো:সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জনগণকে সাথে নিয়ে চকরিয়ার বন,প্যারাবন,নদী দখল এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে শীঘ্রই আন্দোলন গড়ে তুলবে বলেও জানান। নিউজ ডেস্ক, টিটিএ