সাইফুল ইসলাম সাইফ :
বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে বাড়িতে আর ফেরানো হলোনা চকরিয়া মালুমঘাট আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ১৭ বছর বয়সী তাসমিনা আক্তারের।
তারা ছয় বন্ধু মিলে বান্দরবানের লামায় বেড়াতে যায়। ইজিবাইক যোগে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াংছা বনপুর এলাকায় খাদে পড়ে তার মৃত্যু হয়।
শনিবার(৬)আগস্ট সকাল ১১টার দিকে লামা-আলীকদম সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো তিন চারজন গুরুতারু আহত হয়।
নিহত তাসমিনা চকরিয়া ডুলাহাজারা পূর্ব ডুমখালী গ্রামের দিনমজুর আবদুর রহিমের বড় মেয়ে।
পরিবার সূত্রে জানা য়ায় নিহত তাসমিনা ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী, পরিবারে সে ছিলো বড়, বাকী দুই ভাই ছোটো।
তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।