টিটিএন ডেস্ক:
বাংলাদেশের ফুটবল দলের উন্নয়নে এগিয়ে এসেছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। কাতারের দোহায় সৌদি হাউজে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ ও সৌদি ফুটবল ফেডারেশনের দুই সভাপতির উপস্থিতিতে ২ বছরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের জাতীয় ফুটবল দল ছাড়াও নারী ফুটবল দল ও বয়সভিত্তিক জাতীয় দলের উন্নয়নে কাজ করবে সৌদি ফুটবল ফেডারেশন।
ফুটবলের উন্নয়নে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের উন্নতি এখন চোখে পড়ার মতো। যার সবচেয়ে বড় প্রমাণ, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দেশটির আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারানো।
বাংলাদেশ এবার নিজেদের ফুটবলের উন্নয়নে দারস্থ হয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশনের। ইতিবাচক সাড়াও মিলেছে দেশটির পক্ষ থেকে।
কাতারের দোহায় সৌদি হাউজে দুদেশের ফুটবল ফেডারেশনের মধ্যে হয়েছে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটকল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন ও সৌদি আরবের ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিসেহালসহ দুই দেশের ফুটবল ফেডরেশনের কর্মকর্তারা।
আরও পড়ুন: উৎসবের নগরী বুয়েন্স আইরেসের রাস্তায় লাখ লাখ মানুষ
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ছাড়াও জাতীয় নারী ফুটবল দল এবং বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলসমূহ, সৌদি আরবে প্রশিক্ষণ ক্যাম্প এবং প্রীতি ম্যাচে অংশগ্রহণের সুযোগসহ, ফুটবলের উন্নয়নে বিভিন্ন তথ্য ও টেকনিক্যাল বিষয়ে সহযোগিতার সুযোগ পাবে। যা দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।
আর বাংলাদেশের ফুটবলের উন্নতি ঘটলে তার ইতিবাচক প্রভাব অন্য উন্নয়নশীল দেশগুলোতে পরবে বলে মনে করেন সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিসেহাল।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, বাংলাদেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে যতটুকু পারা যায় সব রকম সাহায্য সহযোগিতা করতে। কারণ আমরা বিশ্বাস করি, যদি বাংলাদেশ আমাদের সহযোগিতায় উন্নতি করতে পারে, তাহলে এর ইতিবাচক প্রভাব অন্য দেশগুলোতেও পড়বে।’
দুদেশের এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে আগামী ২ বছরের জন্য।