বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায় আলাউদ্দিন মাঝির বাড়িতে ৩ বসতঘর পুড়ে ছাই, গত (১৬ ই মে) রাত ১১ টা ৩০ মিনিটে উপজেলার পশ্চিম দক্ষিণ গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের বসত বাড়িতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে,স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সার্কিটশর্ট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়,এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ধারণা করেন ক্ষতিগ্রস্তরা,ক্ষতিগ্রস্তরা হলেন,মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ জাফর।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও ডিফেন্স ষ্টেশনের সাথে যোগাযোগ করলে তারা বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করেছি কিন্তু রাস্তা ঘাটের যে বেহাল অবস্থা ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়ে যায়, যার কারণে ঘটনাস্থলে পৌছানোর আগেই তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।