বার্তা পরিবেশক :
“শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান” এই স্লোগান কে সামনে রেখে ঢাকার বনশ্রী সমমনা পরিষদ আনুষ্ঠানিক ভাবে শুরু করলো শীত বস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৩।
শুক্রবার বিকাল ৪ টায় সমমনা পরিষদ এর কার্যালয় থেকে বনশ্রী সোসাইটির আওতাধীন সেচ্ছাসেবী সংগঠন গ্রীন সোসাইটি বিডি, বনশ্রীর ফেসবুক গ্রুপ বনশ্রী পরিবার সহ বিভিন্ন অনলাই সেচ্ছাসেবী সংগঠন এর মাধ্যমে বিতরণ করার জন্য কম্বল তুলে দেন সমমনা পরিষদের শাহাবুদ্দিন শিকদার।
পরে সন্ধ্যা ৭ টায় বনশ্রী সোসাইটির আওতাধীন সকল নিরাপত্তাকর্মী,পরিচ্ছন্নতাকর্মীদের উন্নত মানের শীতের জ্যাকেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। এছাড়াও প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে এসব দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। খেটে খাওয়া মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। এই হাড়কাপানো শীতেও তাঁরা শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীত বস্ত্র পায় না। তাদের জন্যে এই উদ্যোগ। এসময় সমমনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।