কাব্য সৌরভ, মহেশখালী:
মহেশখালীতে অভিযান চালিয়ে অবৈধ বালিভর্তি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কালারমারছড়া আধাঁরঘোনা এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন পরবর্তী পাচারকালে ‘চট্টমেট্রো য়-৯৯৪’ নং এর একটি ডাম্পার জব্দ করেছে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলীর নেতৃত্বে কালারমারছড়া বিট। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যান বলে জানায় বনবিভাগ।
গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী টিটিএনকে বলেন, ‘মহেশখালীতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন সব কর্মকান্ডের বিরুদ্ধে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার আঁধারঘোনা এলাকা থেকে অবৈধ বালিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। বালিখেকো পাহাড়কাটা এবং পাহাড়ি বনজ সম্পদ রক্ষায় বনবিভাগের এই অভিযান অভ্যহত থাকবে বলে জানান তিনি।
জব্দকৃত গাড়িটির মালিকের পরিচয় এখনো নিশ্চিত নয় জানিয়ে এই কর্মকর্তা জানান, এই বিষয়ে তদন্ত চলছে। কারা এই অবৈধ বালি উত্তোলন ও পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।