রবিবার, এপ্রিল ২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

বঙ্গোপসাগরীয় সভ্যতা : আমার শুভ্র সমুদ্রবেলা মনির ইউসুফ

টিটিএন ডেস্ক :

আমার শুভ্র সমুদ্রবেলা। রক্তভোর ও ঘোরে এই গতির সফেন দিগন্ত। এখানে উন্মুক্ত আসমানে নীলের সঙ্গে মনের শুভ্রবাসনা সাদা মেঘে ভেসে বেড়ায়। এখানে পা ভেজায় শামুক কন্যা, তার পায়ে কামনার আলতা রঙ। আমি শামুক কন্যার মুক্তামনে প্রলেপ মেখে দিই। আমার গোলাপী মুক্তামন আহত জলে ডুবে থাকে, ডুবে থাকে লবণজলের গতির স্রোতে। ঢেউয়ের ভয়ঙ্কর গতি আছড়ে পড়ে বুকের চরে। কোন মুক্তা শিকারী সেই মন খোঁজে পায় না। জল কেন আহত হয়। প্রাগৈতিহাসিক বীণার মধু ও ওঙ্কারে আমি আমার মন উড়িয়ে দিয়ে নিশ্চিত বসে থাকি তীরে। কখনও মন ডুবুরী হয়ে বঙ্গোপসাগরের তলদেশে বেদনার মুক্তা কুড়াতে কুড়াতে ফিরে আসে, কখনও শুভ্রনীলে মিশে থাকে মন। মন কি লাল নীল কোন কামনা, মন কি লাল নীল কোন বাসনা। বাসনার সমুদ্রভোর কত দীর্ঘ। দোয়ারে তোমার সাত সাগরেরে ঢেউ। ঝাউবনে কাঁপছে সবুজ। আমি কাঁপছি এই ভোর হারানোর ভয়ে। কত দীর্ঘ এই পৃথিবী, তার বস্তু জগত। কি রহস্যময়। কি ভাবগম্ভীর। সমুদ্র এলে নিজেকে এত প্রাণবন্ত মনে হয়। মন হয় এখানে কাটিয়ে দিই বাকি জীবন। এই দরদমাখা কবিতার বালুচরে। এই রেতবালির আঙিনাজুড়ে ফুটাই গোলাপী মুক্তা। কেননা, আমি তো বড়ো হয়েছি বঙ্গোপসাগরের ভেতর, সমুদ্রের ওঙ্কার ধ্বনি আমার বুকে হু হু হাহাকার নিয়ে আসে, নিয়ে আসে মহাজাগতিক ডাক, বিস্ময়! সত্তার আলোক আসমানে ধ্রুবতারার জ্যোতি হয়ে ওঠে মন। মা অসুস্থ হলে যেমন হাহাকার করে বুক। সমদ্রের দূষণেও আমার বুক হাহাকার করছে। প্লাস্টিক সভ্যতা সমুদ্রকে দূষিত করে ফেলেছে। দূষণে বিপর্যস্ত সমুদ্র ভয়ঙ্কর হয়ে উঠছে দিনকে দিন। তবুও সকাল শুভ্র, সমুদ্র কি সুন্দর, কি পবিত্র ওমে ভরা, কি মায়াময়। শুভ্রতার শুদ্ধ প্রজ্ঞায় ঢেউগুলো জোয়ারে জোয়ারে আমাকে ডাকে। আমি জলের কাছে যাই, মনভরে বুক ভিজিয়ে নিই। আমিও ঝড়ো গাঙচিল উড়ি শূন্যতায়। শূন্যতার শেষ নেই।শুভ্রতারও শেষ নেই। তবে কি কলঙ্ক আছে। আছে সমুদ্র পাড়ের কবি মানিক বৈরাগী শুভ্রতার কলঙ্ক মুখস্থ করে। আমিও শুভ্রতার কলঙ্ক মুখস্থ করতে শিখেছি। সমুদ্র তীরের মানুষ সবাই কি হাঙর! আমি পর্যবেক্ষণ করে দেখেছি হাঙরের যত ধরনের বৈশিষ্ট আছে এ তীরের মানুষের মধ্যেও সেই সব বৈশিষ্ট পূর্ণমাত্রায় আছে। সবাই কেমন বহদ্দার বহদ্দার। সমুদ্র সম্পদের কারণে সবার মধ্যে কেউকেটা ভাব। তীর দখল, চর দখল, ঘর দখল, ভিটে বিক্রি, হাঙর বিক্রি, তিমি বিক্রি তাদের তেল বিক্রি মিলে এ আরেক জগত। শুভ্রতার কলঙ্ক নিয়ে আমাদের বেঁচে থাকা। সবাই তস্কর ও দস্যু হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। বর্তমান রাজনৈতিক দল বা বর্তমান সরকার সেখানে ঘি ঢালছে। যে সমুদ্রসন্তান হতে পারতো আর্নেস্ট হেমিংওয়ে, যে সমুদ্রসন্তান হতে পারতো আলাওলের উত্তরসুরী, সমুদ্রবিজ্ঞানী, সৃষ্টিশীল বেদনার সন্তান তারা এখন চতুর বণিক, দস্যু, ডাকাত, সওদাগর, বহদ্দার, স্মাগলার শুভ্রতা এখানে তো কলঙ্কিত হবে।
আমি নীল পদ্ম ভালোবাসি, বঙ্গোপসাগর আমার চোখে তোমার বুকের নীল পদ্ম। একদিন তুমি ও আমি একসঙ্গে বসে মন দুটি দুই দিকে সরিয়ে কোথাও যেন নীল পদ্ম দেখেছিলাম। মনে আছে তিমিনী, সমুদ্র তিমিনী। মনে নেই। অজ্ঞতা ও বর্বরতা যাদের শিক্ষার অংশ তারা নীলকষ্ট বুঝবে না। অহঙ্কারী তিমিনী তুমি থাকো তোমার বেদনায়, ঐ সাগরের দ্বীপদেশে। আমি আমার ভার্স মন নিয়ে পৃথিবী মন্থন করি। পৃথিবী আমার জন্য খুলে দিয়েছে তার সব অর্গল। আমি মুক্ত গাঙচিল, আমি যুক্ত ঝিনুক, ফলায় গোলাপী মুক্তা। আমার আহত মুক্তা মন দেখার কেউ নেই। নেই তাই ভালো। তবে একজন ঘুঘুকন্যা আমার বুকে বাসা বেধেছে। সে আবার ধানের গন্ধ বুঝে, লবণের গন্ধ বুঝে, বুঝে মাছেরও গন্ধ। নারী শুধু শরীর সর্বস্ব নারী আমি কখনও চাইনি। আমি চেয়েছি ঘুঘুচোখী, যে ইশারায় জ্ঞান, প্রজ্ঞা, দর্শনের সূত্র বুঝবে। কিন্তু এদেশে সে নারী কোথায় পাবো। শরীর উগরে দেওয়া ছাড়া আমি তো প্রজ্ঞাময় দূরদর্শী নারী দেখি না। তবুও আমি ভালোবাসি নারী। আমি শ্রদ্ধা করি মার্কসের প্রিয়তম নারী জেনিকে। যিনি মানব জাতির জন্য নিবেদন করেছিলেন একটি জীবন। আমি শ্রদ্ধা করি খাদিজাকে যিনি তার শুদ্ধ প্রজ্ঞা দিয়ে বুঝেছিলেন তিনি না হলে নতুন জাতির জন্ম হবে না। তিনি একটি নতুন জাতির জন্ম দিয়েছিলেন।
এইসব ভেবে ভেবে ঢেউয়ের সঙ্গে ভয়মাখানো মন নিয়ে কথা বলছি আমি। স্রোত ভেঙে ভেঙে জোয়ার নিয়ে আসছে। মাছ ধরার ট্রলারগুলো দুলছে স্রোতে ও সমুদ্রের গভীর বাতাসে। সেখানে আমার দরিয়া তীরের সাহসী ভাইটি শুধু পরিবারের ভরণপোষণের জন্য মাছ মারতে নেমে গেছে। আর জলের আশে আশে জাল মারছে গৃহস্ত জেলে। শিকরী গসঙচিলের চেয়েও তার ক্ষিপ্রচোখ মাছের ঝাঁক খোঁজে নিয়ে ছড়িয়ে দিচ্ছে জাল। আর ঝাঁইডোলা ভরে তোলে নিচ্ছে সমুদ্রের তাজা মাছ।
আসমুদ্র আমি ঘুরছি একা। সমুদ্র খুবই রোমান্টিক ভাববাদী তরুণ কবির মত শুধু প্রেমে পড়ে। সমুদ্র আমাকে তার বুকজলে ডুবিয়ে কানে কানে বলে- আমি তোমার প্রেমে পড়েছি। তুমি কামনা ও বাসনার সব কষ্ট আমার বুকে ঢালো। আমি নুনজলে ক্ষার বুকে তোমার সব কষ্ট জারণ করে নেব। আমিও সকালে সমুদ্রের সেই প্রেমকে উপেক্ষা করতো পারিনি। তার জলে কোন দূরত্ব না রেখে নেমে গেছি। আর গহিন সমুদ্রের অতল স্পর্শে মন ভরে নিয়েছে। আমার গোলাপী মুক্তামন শুভ্র সকালে পৃথিবীর বারান্দায় সমুদ্রের কামনাকে উড়িয়েছি।
আর সুর করে গেয়েছি-
আমার আহত ঝিনুক মন ডুবে থাকে জলে
কোন মুক্তা শিকারীই তাকে পাইনি খোঁজে
একজন খাঁটি মুক্তা শিকারীও কি নেই এই সমুদ্র তীরে

এই বঙ্গোপসাগর এই প্রাগৈতিহাসিক পৃথিবী
আমার বুকের আলপনা দিয়ে সাজিয়েছি
আমার বাসনার কামনা পবিত্র প্রেমে মগ্ন
একজন খাঁটি মুক্তা শিকারী এই ঝিনুকমন
এই বুকের বেদনা সাজাতে পারেনি

আমি কি আহত মন নিয়ে ডুবে থাকবো ক্ষার জলে
একজন খাঁটি মুক্তা শিকারী দরকার আমার সমুদ্র জলে

সর্বশেষ খবর

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আয়াছুল আলম সিফাত : কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ৮ নং...

টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহীন,টেকনাফ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টেকনাফ পৌরসভায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৎস্যজীবী সমিতি হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক...

সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ...

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ এক শিশু

  শামীমুল ইসলাম ফয়সাল, উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন, এ ঘটনায় ১২ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত বৃদ্ধা ক্যাম্প-৮...