রবিবার, এপ্রিল ২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ জাতীয়তাবাদের নেতা- রামুতে মাহাবুবুল হক মুকুল

হাফিজুল ইসলাম চৌধুরী:

বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ জাতীয়তাবাদের নেতা। বাঙালীর জন্য মমত্ববোধ ভালোবাসা দেখিয়ে, কৃষক-শ্রমিকের উন্নতির জন্য কাজ করেছেন। বাংলার কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের জন্য কাজ করে, নিজের জীবন দিয়েছেন। এই বঙ্গবন্ধু উৎসবে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন-আদর্শ, আওয়ামীলীগ ও দেশের উন্নয়নের কথা আলোচনা হচ্ছে।

সোমবার (৩০ জানুয়ারি) রাত ১১টায় রামুর বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মাহাবুবুল হক মুকুল একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ উপস্থাপন ও বাংলা বিজয়ের ৫১ বছর উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর মেম্বার।

জেলা আওয়ামীলীগ নেতা মাহাবুবুল হক মুকুল বলেন, আজ বঙ্গবন্ধু’র বাংলাদেশে, তাঁর উপযুক্ত উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। আওয়ামীলীগ জনগণকে উন্নয়ন দিয়েছে। বিনামূল্যে বই, শিক্ষা দিয়েছে। এ গুলোর শেখ হাসিনার অবদান। বঙ্গবন্ধু কন্যার অবদান। তিনি বলেন, এখনও বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নানা ভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে চলছে। অনেকবার ক্ষমতায় এসেও দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে নাই তারা। দেশ পরিচালনা কি ভাবে করতে হয়, আওয়ামীলীগের কাছ থেকে শেখার জন্য তিনি বিএনপি-জামায়াতকে আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু উৎসবের মহাসচিব উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দীন, রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ।

সংস্কৃতি কর্মী তাপস মল্লিকের সঞ্চালনায় রাত ৮টা থেকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় ছিল ‘রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়, কক্সবাজার ইয়াসিদ মিউজিক্যাল গ্রুপ, জোয়ারিয়ানালা স্বপ্ন-কূড়ি সাংস্কৃতিক একাডেমী ও কোমলমতি নাট্য বিভাগের নাটক ‘রক্তের বিনিময়ে স্বাধীনতা’। একক কবিতা আবৃত্তিতে ছিলেন, অনুভব সিনহা বর্ণ, সজল কান্তি দে, মাস্টার মোহাম্মদ আলম। একক গানে ছিলেন, শতরূপা বড়ুয়া, পিজন মল্লিক, প্রেরণা বড়ুয়া স্বস্তি, রবিউল হাসান, অসীম বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া, মোহাম্মদ কায়েস, শামীম আক্তার, গোলাম কবীর। মধ্যরাতে অনুষ্ঠিত হয়, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলমের সৌজন্যে পালাগান ‘কবিগানের আসর’। এতে অংশ নেন, টিভি ও বেতার শিল্পী কবিয়াল আবদুল আজিজ এবং কবিগান ও পাল্টা কীর্ত্তনীয়া সঞ্জয় গান্ধী দাশ।

আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রামু স্টেডিয়ামে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ‘বঙ্গবন্ধু উৎসব’।

সর্বশেষ খবর

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আয়াছুল আলম সিফাত : কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ এপ্রিল) ভোরে কক্সবাজার পৌরসভার ৮ নং...

টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহীন,টেকনাফ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টেকনাফ পৌরসভায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৎস্যজীবী সমিতি হলরুমে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক...

সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ...

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ এক শিশু

  শামীমুল ইসলাম ফয়সাল, উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন, এ ঘটনায় ১২ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহত বৃদ্ধা ক্যাম্প-৮...