সংবাদ বিজ্ঞপ্তি:
জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়োছে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজের সাবেক সদস্য আয়াছুর রহমান, প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন,সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল্লাহ শফিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন কক্সাবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন।
এসময় বক্তারা বলেন,সেদিন ঘাতকেরা জাতির পিতাকে হত্যা করলেও আদর্শ কে হত্যা করতে পারেনি, তাই জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশ এগিয়ে চলেছে। অন্যদিকে মেজর ডালিম সহ বঙ্গবন্ধুর সব খুনীদের শাস্তি কার্যকরের দাবী জানান বক্তারা।
এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।