ফ্ল্যাট ও নিরাপত্তা পাবেন দিল্লির রোহিঙ্গারা
টিটিএন ডেস্ক :
মিয়ানমার থেকে দিল্লি যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট ও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।
বুধবার (১৭ আগস্ট) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এই তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়ার পাশাপাশি পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে বুধবার ভারতের বিজেপি সরকারের মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন।
দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন বিধানের রূপরেখা দিয়ে আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি টুইট বার্তায় লেখেন, ‘যারা আশ্রয় চেয়েছে তাদের সবসময়ই স্বাগত জানিয়েছে ভারত’। তিনি আরও লেখেন, ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১ এর প্রতি শ্রদ্ধাশীল এবং তা অনুসরণ করে। এছাড়া জাতি, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে সকলইকেই আশ্রয় দেয়’।
ভারতের আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি জানান, দিল্লি রোহিঙ্গাদের পূর্ণ পুলিশি সুরক্ষা দেওয়া হবে। তবে এই নিরাপত্তার ধরণ কেমন হবে তা স্পষ্ট করেননি তিনি। ভারতে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন সহিংসার ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে।
উল্লেখ্য, রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে কমপক্ষে ৪০ হাজার নথিবিহীন রোহিঙ্গা রয়েছে। হায়দরাবাদ, জম্মু এবং নুহ-সহ দেশটির বিভিন্ন শহরের শরণার্থী শিবিরে এই রোহিঙ্গারা অত্যন্ত মানবেতর পরিবেশে জীবন-যাপন করছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা অবশ্য অল্প কিছু রোহিঙ্গাকে শরণার্থী কার্ড দিয়েছে।