বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

ফুটবল জ্বরে কাঁপছে কক্সবাজারঃ আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশ!

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২০ নভেম্বর শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। ফুটবল বিশ্বকাপ শুরু হতে মাত্র ৪৮ ঘন্টা বাকি। ইতোমধ্যে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপি। সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন চলছে বিশ্বকাপের উন্মাদনা। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে সাগর পাড়ের শহর কক্সবাজারে।

সকলে যার যার প্রিয় দলকে সমর্থন করছে না ভাবে। প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে। কেউ প্রিয় দলের নানা আকারের পতাকা সাঁটিয়েছেন বাড়ির ছাদে ,বারান্দায় ,গাছের উঁচুতে, দোকানের সামনে , নদীর পাড়ে কিংবা প্রিয় দলের জার্সি পড়ে রাঙাচ্ছে নিজেকে।

বিশেষত সমর্থকরা ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত রয়েছেন। তবে জার্মানি, ফ্রান্সের মতো দেশেরও সমর্থক একেবারে কম নয়। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানাতে সমর্থকরা ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে

এদিকে কক্সবাজার শুক্রবার( ১৮ নভেম্বর) ” সাম্বা ছন্দে; মাতবে কক্সবাজার” স্লোগানে হট ফেভারিট টিম ব্রাজিল ফুটবল ফ্যানদের বৃহৎ শোভাযাত্রা আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল ফুটবল টিম সাপোর্টার কক্সবাজার গ্রুপ।

শুক্রবার দুপুর ২টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন প্রধান সড়কে হয়ে কলাতলী মোড় প্রদক্ষিণ করবে শোভাযাত্রাটি।

অন্যদিকে শনিবার (১৯ নভেম্বর) বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টাইন সমর্থকের একটা আলোচনা সভা অনুষ্টিত হবে বলে জানা গেছে।

ভামোস আর্জেন্টিনা সাপোর্টার’স কক্সবাজার গ্রুপের আয়েজনে শনিবার বিকেল ৩টায় কক্সবাজার শহীদ মিনারে আয়োজিত আলোচনার সভার মাধ্যমে বিশাল কর্মসূচি ঘোষণা আসতে পারে এমনটা জানা গেছে সামাজিক যোগাযোগ মারফতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন দলের ফ্যানদের চলছে ব্যাপক প্রচার-প্রচারণাও । কোন দলের পতাকা কত বড় হল, কে কবে সমাবেশ করবে ,শোভাযাত্রা করবে তা নিয়ে চলছে অঘোষিত প্রতিযোগিতা।

ক্রীড়া বিশ্লেষকরা বলছেন সমর্থকদের এমন উন্মাদনা শুধু কক্সবাজারে নয় ,সারাদেশ আদতে সারাবিশ্ব এই একই উন্মাদনায় আক্রান্ত। বিশ্বের বিভিন্ন দেশেও একই উন্মাদনা চলছে। বিশ্বকাপের মতো আসরগুলোতে ভক্তদের এমন ‍উন্মাদন স্বাভাবিকভাবেই দেখলেও এটিকে শুধু সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ রাখার পক্ষে মত তাদের।

সর্বশেষ খবর

চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে নির্যাতন: ৭ পুলিশ সদস্যকে ব্যবস্থা নিতে সুপারিশ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে...

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...