নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ফুটবল খেলার প্রাইজমানির টাকা ভাগভাটোয়ারা নিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মো: জাহাঙ্গির (২২)। তিনি পিএমখালী ৪ নং ওয়ার্ডের পশ্চিম জুমছড়ি এলাকার ছৈয়দুল হকের ছেলে।
৪ এপ্রিল সন্ধ্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ৫ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা এডভোকেট সিরাজুল ইসলাম জানান, সপ্তাহ খানেক আগে মিঠাছড়িতে একটি ফুটবল খেলায় আমার ভাইপো সহ তার দল রানারআপ হয়। সেখানে ৮ হাজার টাকার মত প্রাইজমাটি পায়। সেই টাকা সবাইকে ভাগভাটোয়ারা করে দিয়ে আরো ৫০০ টাকা ঘাটতি ছিল।
সেসময় টাকা নিয়ে কথাকাটির জের ধরে ৪ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গীরের দোকানের সামনে প্রকাশ্যে পশ্চিম জোমছড়ি এলাকার ছৈয়দ করিমের ছেলে আলমগীর এবং আলাউদ্দিন ভাইপো জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে। এ সময় উপর্যোপরি ১০ টি ছুরিকাঘাত করা হয়।
এতে প্রচুর রক্তক্ষরণ হলে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে চমেকে রেফার করে। সেই অনুযায়ী চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল সন্ধ্যায় ৫ টার কিছু সময় পরে তার মৃত্যু হয়।