নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে প্রেসক্লাবের সম্মুখের চৌরাস্তার মোড়কে প্রেসক্লাব চত্বর ঘোষনা করা হবে। সেখানে স্থাপন করা হবে কলম ভাস্কর্য।
বুধবার রাতে জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম, সাবেক বিএফইউজে সদস্য আয়াছুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক মাঈনুদ্দীন সাহেদসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।