নিজস্ব প্রতিবেদকঃ
করোনার কারণে দুই বছর পরে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ঈদগাহ ময়দান প্রস্তুতের কাজ চলছে জোরেশোরে।
শুক্রবার বিকেলে ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, চারদিকে বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ শেষ। এখন বাঁশের কাঠামোর ওপর শামিয়ানা টানানো হচ্ছে। মাঠের ভেতরেই দর্জিরা শামিয়ানা সেলাইয়ে ব্যস্ত। মাইক ও বৈদ্যুতিক তার স্থাপনের কাজও প্রায় শেষের দিকে। সব মিলিয়ে ঈদগাহ মাঠজুড়ে পুরোদমে কাজ করছেন শ্রমিকরা।
ময়দান প্রস্তুতে পর্যবেক্ষণ করছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ কাউন্সিলরবৃন্দ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।