ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিন আজ। প্রপোজ ডে। বসন্তের মাসে অধীর অপেক্ষার পর এসে গিয়েছে ‘ভ্যালেন্টাইন্স সপ্তাহ’।
৭ ফ্রেবুয়ারি ‘রোজ ডে’ দিয়ে শুরু করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সপ্তাহ। আর সেই নিয়ম অনুযায়ী আজ ‘প্রোপোজ ডে’। নিজের মনের কথা জানানোর দিন আজ।
এই দিন, যুগলরা একে অপরকে নিজের মনের কথা জানান, ভাগ করে নেন অনুভূতির কথা। কিন্তু সেই একই ‘আই লভ ইউ’ বলে প্রেমের প্রস্তাব দেওয়া এখন একটু ক্লিশে।
সকলেই চায় তার পছন্দের মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেতে। যাইহোক, আপনি নিশ্চয়ই আপনার সঙ্গিনীকে ভালোবাসেন ভীষণ। কিন্তু যদি মুখ ফুটে বলতে পারেন না । এমন অনেকেই আছে এ দলে। যাঁদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আপনাদের সবার জন্য আজকের দিন।
সপ্তাহ জুড়ে প্রেম দিবসের (Valentine’s Day) দ্বিতীয় দিন প্রপোজ ডে (Propose Day)। আপনি এবং আপনার মতো আরও যাঁরা আছেন তাঁদের ভালোবাসার কথা জানানোর সুযোগ করে দিচ্ছে আজকের এই দিন।