শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
প্রথম বারের মতো কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল আগামী কাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন কাউন্সিলকে ঘিরে ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক উপ কমিটি। সম্মেলন কাউন্সিল প্রস্তুতি কমিটির প্রধান মাস্টার নুরুল আজিম জানান,বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে ২ হাজার নেতাকর্মী ও ৫০ এর অধিক অতিথির জন্য করা হয়েছে সাজসজ্জা মঞ্চ। এ সম্মেলন কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ অনেকেই। সম্মেলনের উদ্ভোদন করবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
এদিকে আজকের সম্মেলন কাউন্সিলকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেলেও অজানা আতঙ্ক বিরাজ করছে সাধারণ কাউন্সিল ও ডেলিগেটদের মধ্যে। যদিও বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম। তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি নতুন উপজেলা হিসেবে একটি সুন্দর কমিটি উপহার দিবেন নেতাকর্মীরা। সিলেকশন প্রথা বাদ দিয়ে ইলেকশনের মাধ্যমে নেতৃত্ব বাচাইয়ের দাবি জানান তারা আগামীকালের এই কাউন্সিলে উপজেলা, ইউনিয়ন এবং কো-অপশন থেকে ২৪৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ সম্মেলন কাউন্সিলে সভাপতি পদে হিসেবে আহবায়ক মোঃ আবু তালেব এবং সদস্য আমজাদ হোসেন ছোটন রাজা । সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু, যুগ্ম আহবায়ক ইমরুল হাসান রাশেদ
সদস্য আহমদ করিম সিকদার, জাহাঙ্গীর আলম জানু নির্বাচনে অংশ নিয়েছে। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও প্রাকৃতিক দূর্যোগ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সম্মেলন স্থগিত করা হয়েছিল।