বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

প্রথমবারের মতো ব্যাঙডেবায় রক্তের গ্রুপ নির্ণয়ঃবিদ্যুৎ আর সড়কের দাবী স্থানীয়দের

শিপ্ত বড়ুয়া,রামু:

কক্সবাজার জেলার রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডেবাতে প্রথমবারের মত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম, কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি ও ব্যাংডেবা স্টুডেন্টস কো-অপারেটিভ এসোসিয়েশন। জানা গেছে, বৃহত্তর জোয়ারিয়ানালার প্রাক্তন চেয়ারম্যান মরহুম মাহাবুবর রহমান চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেন সংগঠনগুলো।

শুক্রবার রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে ব্যাংডেবা এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম হয়। এই কর্মসূচির সমন্বয়কারীদের মধ্যে মোহিব্বুল মোক্তাদীর তানিম বলেন,প্রায় সাড়ে তিন শতাধিক স্থানীয়দের রক্ত গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদান করা হয়েছে। বর্তমানে ভোটার আইডি কার্ড, স্কুলের ভর্তি সহ বিভিন্ন প্রশাসনিক, তথ্যভিত্তিক কার্যক্রমে রক্তের গ্রুপ সংযুক্ত করা অত্যাবশ্যক। তাই, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় স্থানীয় অধিবাসীদের জন্য উপকার বয়ে আনবে। আর এই গ্রামে এটাই প্রথম রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

ব্যাঙডেবা গ্রামটিতে প্রায় আশিটি (৮০) পরিবার বসবাস করে। স্থানীয় বয়োজষ্ঠদের অনেকে বলেন, ১৯৩০ সাল হতেই এখানে জনবসতি৷ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের অধীন হলেও এই গ্রামটি দুর্গম পাহাড়ী জায়গায় হওয়ায় সরকারি সহায়তা তেমন পৌঁছায়না।

রক্তের গ্রুপ নির্ণয় শেষে স্থানীয় জনগণ এলাকার নানান সমস্যার কথা জানান। স্থানীয় বাসিন্দা মৌলভী হামিদ হোসাইন বলেন, অবহেলিত এই ব্যাঙডেবা গ্রামে রক্তের গ্রুপ নির্ণয় খুব ভালো একটি উদ্যেগ। কিন্তু প্রধান যে সমস্যা তা হলো আমাদের এলাকায় বিদ্যুৎ নাই আর কোন পাঁকা রাস্তা নাই। আমরা খুব সমস্যার মধ্যে আছি।

সূত্র বলছে, প্রস্তাবিত জোয়ারিয়ানালা – ব্যাঙডেবা- ঈদগড় এর দশ কিলোমিটার রাস্তার মধ্যে তিন কিলোমিটার অনুমোদিত হলেও বাকি সাত কিলোমিটার রাস্তা বনবিভাগের আপত্তির কারণে এখনো অনুমোদন হয়নি। নাম প্রকাশ না করার শর্তে আরেক বাসিন্দা বলেন, এলাকায় রাস্তাঘাট না হওয়ার কারণে অপহরণ আতংক দিন দিন বাড়ছে। গত কয়েকবছরে অনেক ডাকাতির ঘটনাও এখানে ঘটেছে।

এদিকে স্থানীয় শিক্ষার্থী মোহাম্মদ মিয়া বলেন, এতদিন ধরে আমাদের গ্রামের কেউই নিজেদের রক্তের গ্রুপ কি তা জানতো না। আজকে এই কর্মসূচির মাধ্যমে তা সবাই জানলো। আমাদের এখন প্রাণের দাবী রামু উপজেলার এই দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক। রামু শতভাগ বিদ্যুৎতায়িত দাবী করা হলেও আমাদের এখানে কোন বিদ্যুত সংযোগ নেই।

আয়োজকেরা জানান ভবিষ্যতেও এই এলাকায় সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। থেকে শুরু হওয়া রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বিকেল চারটার দিকে শেষ হয়।

সর্বশেষ খবর

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...

জালালাবাদে স্বামীর দোষে স্ত্রী- দুগ্ধপোষ্য শিশু আটকঃ নাটকীয় কায়দায় মামলা

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী,...