নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার টেকনাফের আলোচিত দুই মাদক কারবারি গ্রুপের সংঘর্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মস্বীকৃত ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টু (৩০) নিহত হয়েছে।
আজ (১৫ মে) টেকনাফ সদর উপজেলা জালিয়াপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল হক ভুট্টুর পা কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মাঝপথে ভুট্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন ভুট্টুর বড় ভাই মৌলভী আবছার।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
তিনি বলেন, নুরুল হক ভুট্টু(২৬) ও একরামের মধ্যে দীর্ঘদিন ধরে মাদকের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। এই বিরোধের জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর রবিবার (১৫মে) নুরুল হক ভুট্টু বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষ একরাম ও তার সহযোগীরা ভুট্টুর গতিরোধ করে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
টেকনাফ সদর ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার এনামুল হকের দাবী, ইউপি নির্বাচনের শত্রুতার জের ধরে তাকে (এনাম) না পেয়ে জেটাতো ভাই নুরুল হক ভুট্টুকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে । পরে তার মৃত্যু হয়।