সংবাদ বিজ্ঞপ্তি:
প্যারিসে অবস্থানরত রামু ও কক্সবাজারের বাঙালী বৌদ্ধদের আয়োজনে ১৪২৯ বাংলা বর্ষবরণ উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে৷ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল দুপুরে লা করনিউভে সিক্স রাউটস পার্ক মাঠ প্রাঙ্গণে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।
পরে আয়োজন করা হয় পান্তা-ইলিশের।
আয়োজনে অংশ নেন প্যারিসে অবস্থানরত রামু ও কক্সবাজার অঞ্চলের প্রবাসী বৌদ্ধরা।
আয়োজকেরা জানান, দেশের বাইরে থেকেও বাংলা ও বাঙালীর এই চিরায়ত সংস্কৃতিকে অটুট রাখতে এই আয়োজন।
এতে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী পিযুষ বড়ুয়া, স্বদেশ বড়ুয়া ও তার সহধর্মিণী বাঁধন বড়ুয়া, সানু বড়ুয়া, খোকন বড়ুয়া, সুবাষ বড়ুয়া, রুবেল বড়ুয়া, অনুপম বড়ুয়া, সোহেল বড়ুয়া, সোহেল বড়ুয়া(২), সোহাগ বড়ুয়া, সিদুল বড়ুয়া, কিশোর বড়ুয়া, নিশাত বড়ুয়া, আকাশ বড়ুয়া, ইমন বড়ুয়া, মিঠু বড়ুয়া, উন্নয়ন বড়ুয়া, স্বপ্নীল বড়ুয়া ও দিপন বড়ুয়া প্রমুখ।