প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কক্সবাজার আগমন সফল করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের ৭ ও ৯নং ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনায় ডিজিটাল পদ্ধতিতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমও শুরু করা হয়।
রোববার (২৭ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি স্থানে কক্সবাজার পৌর আওয়ামী লীগের আওতাধীন ৭ ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উভয় সভায় প্রধান অতিথি ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, আগামী ৭ ডিসেম্বর উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনা কক্সবাজার শুভাগমন। এটা কক্সবাজারবাসির জন্য খুশির দিন। তাই,সেদিন প্রধানমন্ত্রীর জনসভা কে জনসমুদ্রে পরিনত করবো। জননেত্রী শেখ হাসিনা’র জনসভায় পৌর আওয়ামী লীগের ৫০ হাজার নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে যোগদান করার লক্ষ্যে ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছে।

সভায় মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় সর্বপ্রথম ডিজিটাল পদ্ধতিতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করেছি। কক্সবাজার পৌর শহরে ৩০ হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন শেষ করতে সক্ষম হবো।
সভায় প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব উজ্জ্বল কর।
অন্যদিকেমরোববার বিকেলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভা কক্ষে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ এর উপস্থাপনায় প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পরে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনা’র আগমন উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল কাদের ভুট্টো ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন কবির এর উপস্থাপনায় সন্ধ্যা ৭টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের একটি কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।