নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজ প্রায় শেষ,বাকী আছে অল্প কাজ, তা দ্রুত সময়ে শেষ করে পৌরবাসীর দূর্ভোগ লাঘব করা হবে বলে মন্তব্য করেছেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছড়া ক্রিকেট একাদশের উদ্যোগে এবং দক্ষিণ তারাবনিয়ার ছড়া সমাজ কমিটির সার্বিক সহযোগিতায় ১৭ তম তাফসিরুল কোরআন মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র মুজিবুর রহমান।
বুধবার দক্ষিণ তারাবনিয়ার ছড়া ক্রিকেট একাদশের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক’র সঞ্চালনায় এবং সমাজ কমিটির উপদেষ্টা ও কক্সবাজার কলেজের সাবেক অধ্যক্ষ এম এ আব্দুল বারি’র সভাপতিত্বে স্থানীয় কবরস্থান মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়।
তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা ছিলেন ঢাকার আরমানিটোলা সবুজ জামে মসজিদের খতিব ও তাহযীবুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী।
এতে বিশেষ অতিথি ছিলেন ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, দক্ষিণ তারাবনিয়ার ছড়া সমাজ কল্যাণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমেদ ভূইয়া, কক্সবাজার পৌর আওয়ামীলীগের ০৭ নং ওয়ার্ড সভাপতি জাফর আলম এবং নব নির্বাচিত ক্রিকেট একাদশের সভাপতি জাহাঙ্গীর আলম সহ ক্রিকেট একাদশের সদস্য ও সমাজ কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ।