স্টাফ রিপোর্টার, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী থেকে নাদিম আহমদ (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারে নেমে এসেছে উদ্বেগ-উকন্ঠা। এদিকে তার মামা বাদি হয়ে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছে। যার নং ৩৯৬,১০/০৬/২২। নিখোঁজ নাদিম আহমদ পোকখালী ইউনিয়নের উত্তর নাইক্যংদিয়া এলাকার ৬নং ওয়ার্ডের বশির আহমদ ও নাহিদা আক্তারের ছেলে এবং ঈদগাঁও ইউপিস্থ আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নাদিমের মামা মফিজ উদ্দিন জানান, গত ৪ জুন সকালে মাদ্রাসা যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে অধ্যবদি মাদ্রাসা ও ঘরে ফিরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পায়নি পরিবার -স্বজনরা। তিনি ভাগিনা নাদিম আহমদের বর্ণনা দিয়ে আরো বলেন, ঘর থেকে বের হওয়ার সময় তার পড়নে পাঞ্জাবী ছিল। শারীরিক গঠন হালকা পাতলা, গায়ের রং ফর্সা এবং আঞ্চলিক ভাষায় কথা বলে। তার সন্ধান পেয়ে থাকলে মামা মফিজ উদ্দিনের ০১৮৩১-৮১৯৭৩৭ নম্বরে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছে।