শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজারের পেকুয়া উজানটিয়ায় পাওনা টাকা চাওয়ায় মামুনুর রশীদ নামের বারবাকিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রকে মাথায় জখম করে তারাউল ইসলাম আইমন।
এ ঘটনায় আহত ছাত্র বাদি হয়ে আইমনকে একমাত্র আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি র্যাব ১৫ এর নজরে আসার পর সোমবার মধ্য রাতে অভিযান চালিয়ে তারাউল ইসলাম আইমনকে আটক করা হয়।
রোববার (১৬ আগস্ট ২০২২) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, আইমন একজন কিশোর গ্যাং লিডার এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী মামুনুর রশীদকে হামলার বিষয়টি স্বীকার করেছে।
আটক তারাউল ইসলাম আইমনকে থানায় হস্তান্তরের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।