টিটিএন ডেস্ক :
চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশ সদস্যকে কোপ দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার মামলার প্রধান আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে তাকে লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার চট্টগ্রামে জনি খান নামে পুলিশের এক কনস্টেবলের হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যান আসামি কবির আহম্মদ।
ওই সময় মামলার বাদিকেও কুপিয়ে আহত করেন ওই আসামি।