বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

পাহাড় কেঁটে রাস্তা নির্মাণ

শিপ্ত বড়ুয়া, রামু(কক্সবাজার)

কক্সবাজারের প্রধান উপজেলা রামুর বিভিন্ন ইউনিয়নে পাহাড় কাঁটার মহোৎসব চলছে। উপজেলার রাজারকুল, কাউয়ারখোপ, দক্ষিণ মিঠাছড়ি ও জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রায় ৮ টি পয়েন্টে পাহাড় কাঁটার ধুম চলছে। পাহাড়ের মাটি কেঁটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা ও সরকারি-বেসরকারি স্থাপনা নির্মাণের কাজে।

গত ৩১শে ডিসেম্বর সরজমিনে দেখা গেছে, কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝর্ণামুড়া এলাকায় প্রায় এক কিলোমিটার পাহাড় কেঁটে রাস্তা বানানো হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে স্কাভেটর দিয়ে পাহাড় কেঁটে মাটি দেওয়া হচ্ছে রাস্তায়। তাছাড়া অনেক জায়গায় পাহাড় কেঁটে বসতভিটা নির্মাণের কাজও চলতে দেখা গেছে।

পাহাড়
ঝর্ণামুরা এলাকায় প্রায় এক কিলোমিটার পাহাড় কাঁটা হয়েছে। ছবি: টিটিএন।

দিনের পর দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় কেঁটে বসতভিটা নির্মাণের ফলে বাড়ছে পাহাড় ধ্বসের ঘটনা ও প্রাণহানি। গত বছরের ৭ ডিসেম্বর উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পাহাড় ধ্বসের ঘটনায় একই পরিবারের চারজন মারা গেছে। এর আগেও ২০২১ সালের ২০ অক্টোবর একই ইউনিয়নে পাহাড় কাঁটতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যান দুইজন মাটি কাঁটার শ্রমিক।

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনের পর দিন পাহাড় কাঁটা হলেও পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগের কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরিবেশবাদী সংগঠনগুলোর একাধিক নেতা।

কাউয়ারখোপ ইউনিয়নের ঝর্ণামুরা এলাকায় প্রায় এক কিলোমিটার পাহাড় ঝুকিপূর্ণভাবে কাঁটার কথা স্বীকার করেছেন সুলতান-সামস ইন্জিনিয়ারিং এর স্বত্ত্বাধিকারী সুলতান মাহমুদ বাহাদুর প্রকাশ বাবু। তিনি আজকের পত্রিকাকে বলেন, আমরা পাহাড় কেঁটেছি। আগে একসময় ঝিরি ছিল, রাস্তা সমানভাবে ভরাটের জন্য পাহাড় কাঁটা হয়েছে যাতে গাড়ি সহজে যেতে পারে। তবে ওখানকার স্থানীয়রাও কেঁটেছে।

স্কাভেটর দিয়ে কাঁটা হচ্ছে পাহাড়। ছবি: টিটিএন।

এল.জি.ই.ডির এই রাস্তা নির্মাণ প্রকল্প তিনি সরাসরি নেননি বলেও জানান। ঢাকার একটি প্রতিষ্টান থেকে তিনি এক কোটি সাতাশি লাখ টাকায় রাস্তা নির্মাণের কাজটি নিয়েছেন বলেও জানান।

এদিকে বিতর্কিত এই সুলতান-সামস ইন্জিনিয়ারিং এর স্বত্ত্বাধিকারী সুলতান মাহমুদ বাহাদুর প্রকাশ বাবুর বিরুদ্ধে এর আগেও এল.জি.ই.ডির সাইনবোর্ড দিয়ে বাঁকখালী নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একাধিকবার সংবাদ প্রকাশ হয়।

ঝুঁকিপূর্ণ পাহাড় কাঁটায় কি ব্যবস্থা নিচ্ছেন জানতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পরেই একটা টিম আমরা ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে উপজেলার বিভিন্ন জায়গায় পাহাড় কাঁটার বিষয়ে জানতে চাইলে তিনি এসি ল্যন্ড এবং ইউ.এন.ওকে জানানোর পরামর্শও দেন। মোবাইল কোর্টের মাধ্যমে খুব সহজে পাহাড় কাঁটা রোধ সম্ভব বলে মন্তব্য করেন জেলার এই কর্মকর্তা।

দিন দিন পরিবেশের প্রতি মানুষের বিরূপ আচরণের ফলে জলবায়ু পরিবর্তন ও বাসযোগ্য পৃথিবী নষ্ট হবে, পাশাপাশি রামুতে মাটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এখন পাহাড় কাঁটায় বেশি সক্রিয় বলে মন্তব্য করেন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ। তাছাড়া সরকারি-বেসরকারি উন্নয়নে যেসব ঠিকাদারি প্রতিষ্টান পাহাড় কাটছে তাদের ঠিকাদারি লাইসেন্স বাতিলসহ আইনের আওতায় না আনলে পাহাড় নিধন বন্ধ হবে না বলেও জানান তিনি।

কক্সবাজারে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দেওয়া তথ্যমতে ইতোমধ্যেই রামুতে ৬০ শতাংশের বেশি পাহাড় কেঁটে ধ্বংস করা হয়েছে বনভূমি। যার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা চরম ঝুঁকির মুখে পড়ছেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পাহাড় কাঁটার বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতিতে অটুট। সঠিক তথ্যের অভাবে ও দুর্গম এলাকা হওয়ায় অনেক সময় অভিযান পরিচালনা করতে ঝামেলায় পড়তে হয়। পাহাড় কাঁটার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

সূত্র বলছে, পাহাড় দখল করে রামুতে বসবাসকারী দুই তৃতীয়াংশ রোহিঙ্গা জনগোষ্ঠি। বিভিন্ন সময়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছেন বেশিরভাগ রোহিঙ্গা। পাহাড় কাঁটা বন্ধ করার যুগোপযোগী পদক্ষেপ না নেওয়া হলে দেশে যেটুকু বনভূমি আছে তা ধ্বংস হবে এবং বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাবে ও পরিবেশে চরম হুমকীর মুখে পড়বে বলে দাবী পরিবেশবাদী সংগঠনের নেতাদের।

সর্বশেষ খবর

এমবাপ্পেই ফ্রান্সের অধিনায়ক

টিটিএন ডেস্ক: গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ইউরো বাছাইয়ে অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শেষে উগো লরিস...

সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে মঙ্গলবার হিজরি রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে দেশটিতে রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের...

চকরিয়ায় ভেজাল ঘি’র কারখানা,আবাসিক হোটেলে অভিযান,জরিমানা ও সিলগালা

  সাইফুল ইসলাম সাইফ: কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভেজাল ঘি এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে ফাঁসিয়াখালীর রাজারবিলের একটি বাসায় এ অভিযান চালানো হয়। গোপন...

২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সায়ন্তন ভট্টাচার্য্য: যতদূরে যাও পাখি,দেখা হবে ফের- স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের'- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন,কক্সবাজারের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন...