আয়াছুল আলম সিফাত :
কক্সবাজারে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগে এবার পাতানো ম্যাচ খেলার অভিযোগে চকরিয়ার মুক্তিযোদ্ধা সংসদ ফুটবল একাদশকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)।
লীগের সুপার সিক্সের ৭ম ম্যাচে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএফএর সভাপতি হেলাল উদ্দিন কবির।
এদিন চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদের প্রতিপক্ষ ছিলো খুরুশকুল ক্রীড়া সংস্থা। তবে দুই দলের কোচই ম্যাচ পাতানোর বিষয়টি অস্বীকার করেন।
এদিকে খেলায় মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদ কে তিন গোলের ব্যবধানে হারিয়েছে খুরুশকুল ক্রীড়া সংস্থা। এই খেলার মধ্য দিয়ে শেষ হয় কক্সবাজার বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ এর সুপার সিক্স।
লীগের প্রথম রাউন্ডে ১৮ টি দল অংশ গ্রহণ করে, এর মধ্যে দ্বিতীয় রাউন্ডের সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে ৬ টি দল।