সাইফুল ইসলাম সাইফ:
কক্সবাজারের চকরিয়ায় আবাসিক হোটেল থেকে মহিউদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে চকরিয়া পৌরশহরের সিটি পার্ক আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহিউদ্দীন রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকার পিয়ার মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবাররের দাবী, চকরিয়ার রবইতলি এলাকার ইসমাইল ও করিম পাওনা টাকা দেওয়ার কথা বলে মহিউদ্দিনকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে। পরে আবাসিক হোটেলে আটকে রেখে হত্যা করা হয়।
মহিউদ্দিনকে অপহরণের বিষয়ে গত বৃহস্পতিবার চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করেছিল। কিন্তু পুলিশের গাফেলতির কারণে মহিউদ্দিনকে জীবিত উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের।
আবাসিক হোটেল থেকে মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।