আব্দুর রশিদ মানিক :
জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটিতে লাখো পর্যটকের ভিড় হতে যাচ্ছে কক্সবাজারে। যা ঘিরে পর্যটক বরণে সকল ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে পর্যটন ব্যবসায়ীরা।
হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির নেতারা বলছেন ইতোমধ্যে ৩৫ শতাংশ হোটেলমোটেলের কক্ষ বুকিং হয়ে গেছে। তিনদিনের ছুটিতে দু’লক্ষাধীক পর্যটক আসতে পারে বলে ধারণা তাদের।
এদিকে তিনদিনের ছুটিকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশও। পর্যটকদের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকার কথা জানিয়েছে তারা।
তিনদিনের ছুটি শেষ হলেও পর্যটক সমাগম কমবে না বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
এছাড়াও এসএসসি ও এইসএসসি পরীক্ষা শেষে পর্যটক সমাগম আরও বাড়বে এবং শীতকালে আসছে আসল পর্যটন মৌসুম।