নিজস্ব প্রতিবেদক :
কম টাকা দিয়ে আবাসিক হোটেলের রুম ভাড়া নিয়ে দেয়ার নাম করে পর্যটকদের হয়রানি করার অভিযোগে শুক্রবার সকালে কক্সবাজার শহরের ডলফিন মোড়সহ বিভিন্ন জায়গা থেকে আটক করা ১৯ দালালের প্রতিজন কে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
শুক্রবার সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনসুর সিদ্দিকী এই দন্ডাদেশ দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন-,রবিউল হাসান (২০),ইমরান (২১), জাফর আলম (৩৮), মো. আব্দুলাহ (১৮), ইসমাইল (২৪), ইব্রাহীম (৩৭), নুর আলম (২৬), চাঁদ মিয়া (১৯), নজু আলম (৩৫), রুবেল (২৬), জুয়েল মিয়া (৩২), সাদেকুর (২৬), সৈয়দ নুর (৩০), সাহিদ (২৬), হেলাল উদ্দিন (৪০), সাগর (২৩), গিয়াস উদ্দিন (৩৩), সৈয়দ আলম (৩৬) ও মো. হোসেন (৪৭)।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, সাজা প্রাপ্ত সকলেই ইজিবাইক (টমটম) ও অটোরিক্সার চালক। শহরের কলাতলী ডলফিন মোড়ে প্রতিদিন ভোরে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের রুম ভাড়া করে দেয়ার নামে হোটেল মালিকদের কাছ থেকে বড় অংকের কমিশন হাতিয়ে নেয় এই চালকরা। কখনও কখনও পর্যটকদের ব্যাগ ধরে টানাটানিসহ হেনস্থাও করছে, এমন অভিযোগের ভিত্তিতে ৫ আগষ্ট ভোরে পর্যটকের বেশ ধরে ১৯ দালালকে গ্রেফতার করে ট্যুরিষ্ট পুলিশ।