নিজস্ব প্রতিবেদক:
বিলম্বিত যাত্রা আর পর্যটক ভোগান্তী রোধে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচলকারি যাত্রীবাহী জাহাজ কর্তপক্ষকে কড়া নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বুধবার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান কর্ণফুলী বে ক্রুজ লাইনের মালিক পক্ষকে ডেকে দ্রুত সময়ের মধ্যে পর্যটকদের হয়রানি বন্ধ করতে বলেন অন্যথায় জাহাজ চলাচলের অনুমতি বাতিল করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এ তথ্য। এসময় জাহাজ মালিক কর্তৃপক্ষ এমন অনভিপ্রেত পরিস্থিতি আর হবে না মর্মে অঙ্গীকার করেন। মঙ্গলবার বিকেল ৩ টায় সেন্টমার্টিন ছেড়ে আসা পর্যটকবাহী জাহাজ ১৪ ঘন্টা পর কক্সবাজার পৌঁছার সংবাদ টিটিএনে প্রচারিত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক এ উদ্যোগ নেয়া হয় বলে জানা গেছে।