হাফিজুল ইসলাম চৌধুরী:
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বলেছেন- পরিবারে সুখ আর শান্তি চাইলে সবাইকে মাদক থেকে দূরে রাখতে হবে। নিজ সন্তানদেরকে ফার্মের মুরগীর মতো আগলে রাখতে পারবেন, এমন ধারণাটা ভুল। তারা কার সঙ্গে মেলামেশা করছে সেই বিষয়ে খোঁজখবর রাখুন। মাদক একবার স্পর্শ করলেই সর্বনাশা ডেকে আনবে।
শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানা প্রাঙ্গনে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন- মাদকের বিরুদ্ধে আমাদের জিরু টলারেন্স নীতি বজায় আছে। এই একটা বিষয়ে পুলিশ অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ আশঙ্কা প্রকাশ করে বলেন- সীমান্তে যে মাদকের প্রার্দুভাব তা নিয়ে দিন দিন দুশ্চিন্তা তৈরী হচ্ছে। আগামী প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
থানার ওসি তদন্ত শরীফ ইবনে আলমের পরিচালনায় অনুষ্ঠানে থানার ওসি টান্টু সাহা, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ সরকারি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো.ছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।