মোঃ মোরশেদ:
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে আমদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন সেই স্বপ্ন গুলো বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে।
শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পদক্ষেপ বাংলাদেশ এর আয়োজনে ২দিনব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম।
এসময় আরো বক্তব্য রাখেন, টেলিযােগাযােগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাদল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষন কান্তি দাশ, বাংলাদেশ পথনাটক পরিষদ সভাপতি মিজানুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেইন, কক্সবাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, পদক্ষেপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা, পদক্ষেপ বাংলাদেশ জেলা সভাপতি তোফায়েল আহমদ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিশু-কিশোরদের অংশগ্রহনে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।