নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের শহরের পূর্ব কলাতলী ঝরঝরি কুয়া এলাকায় নিজ বাসা থেকে বাসা বিকেলে বের হয়ে ৪ মাস ধরে নিখোঁজ জহিরুল ইসলাম এর ছেলে জিহাদুল ইসলাম জিহাদ (০৭)।
স্থানীয় কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন নামের একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র জিহাদুল ইসলাম জিহাদ । গত (২২ আগস্ট ২০২২) বিকেলে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলাধুলা করতে বাসা থেকে বেরিয়ে সে আর ফেরেনি।
এ ব্যাপারে জিহাদুল ইসলাম জিহাদের সন্ধান চেয়ে ২৩ আগস্ট ২০২২ কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং ১৪৭৭) জিহাদুল ইসলাম জিহাদের পিতা জহিরুল ইসলাম।
জিহাদুল ইসলাম জিহাদ পিতা জহিরুল ইসলাম বলেন, আমার ছেলে জিহাদুল ইসলাম জিহাদ ঠিক বুঝতে পারছি না কী কারণে নিখোঁজ।
তিনি আরও বলেন, বিকেলে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলাধুলা করতে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। ওর পরিচিত বন্ধু ও আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করেছি এবং থানা থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায় খুঁজেও জিহাদুল ইসলাম জিহাদকে পাওয়া যায়নি।
এদিকে জিহাদুল ইসলাম জিহাদ এর সন্ধান পেলে পিবিআই কক্সবাজার কার্যালয়ের( ০১৮১৯৮২৮১৮৯) নম্বরে অথবা এই ( ০১৭২৬৪৬৩৯৪৫) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন স্বজনদের। এবং খোঁজ দিলে পুরস্কার দেওয়ার কথা বলেন তাঁরা।