শাহেদ হোছাইন মুবিন :
দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলছেন নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করছে।
শনিবার সকালে কক্সবাজারের একটি তারকা মানের হোটেলে আর্ক ফাউন্ডেশন ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে দুই দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
সেমিনারে আলোচকরা, রোগ প্রতিরোধে তাজা শাক-সবজির যোগান নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন ও ছাদ কৃষিতে উৎসাহ প্রদানে সরকারের কৃষি বিভাগের ভুমিকা তুলে ধরা হয়।
সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে ও ফারহানা জামান লিজার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাফর আলম, মোঃ নুরুল ইসলাম তালুকদার, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, ফখরুল ইমাম , আহমেদ ফিরোজ কবির ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা।