হাফিজুল ইসলাম চৌধুরী:
আইন অমান্য করে ইট পোড়ানোর দায়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকাল ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।