নিজস্ব প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে বালুভর্তি ডাম্পার উল্টে আহতের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চাকঢালার নবী হোসেনের ছেলে হাবিব উল্লাহ (২২) বলে জানা গেছে।
রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি নিকুছড়ি সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত দুজন মারা গেছেন। তারা হলেন- মো. এহসান(১৬) ও হাবিব উল্লাহ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা একটি ডাম্পারে করে কাজের জন্য ১৬ ইসিবির তত্ত্বাবধানে নির্মাণাধীন সড়কে জিকু ঠিকাদারের অধীনে নিকুছড়ি বিওপি লাগোয়া সীমান্ত সড়কে উঠার সময় ডাম্পারটি উল্টে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে ১ জন নিহত হয় এবং বাকি ৩ জন আহত হয়। পরে চবকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।